dse-cseশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে অাজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। তবে এদিন উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন গত কার্যদিবসের তুলনায় মোট লেনদেন বেড়েছে ১০৩ কোটি ৪০ লাখ টাকার বেশি।

এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১০ পয়েন্ট এবং  সিএসসিএক্স কমেছে ২৩ পয়েন্ট। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৫২৩ কোটি ৯৪ লাখ টাকা। গত রবিবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৪২০ কোটি ৫৪ লাখ টাকা। সুতরাং গত কার্যদিবসের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ১০৩ কোটি ৪০ লাখ টাকা। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৯৩ কোটি ৯৮ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৩৯৭ কোটি ১৪ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৯৬ কোটি ৮২ লাখ টাকা।

ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৩২৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ৪২ পয়েন্ট কমে ১ হাজার ৬৩ পয়েন্টে এবং ৩ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৬৭৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ১৭৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫২টি কোম্পানির শেয়ার দর।

এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিএসআরএম স্টিল, ইউনাইটেড পাওয়ার, বিএসআরএম লিমিটেড, মবিল যমুনা, স্কয়ার ফার্মা, শাহজিবাজার পাওয়ার, বাংলাদেশ শিপিং করপোরেশন, ইসলামী ব্যাংক এবং লিন্ডে বাংলাদেশ।

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৯ কোটি ৯৮ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ২৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন বেড়েছে ৬ কোটি ৫৮ লাখ টাকার বেশি।

এদিন সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ২৩ দশমিক ৮৯ পয়েন্ট কমে ৮ হাজার ৮৯ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩৮ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩০৩ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২ দশমিক ২৮ পয়েন্ট কমে ৯৮১ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২৪ দশমিক ২৫ পয়েন্ট কমে ১২ হাজার ৩৫৬ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ১৩২টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩১টি কোম্পানির শেয়ার দর।

টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার, বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড এয়ার, বাংলাদেশ শিপিং করপোরেশন, বেক্সিমকো লিমিটেড, শাহজিবাজার পাওয়ার, মবিল যমুনা এবং এবিবি ফার্স্ট মি. ফান্ড।