শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মালেক স্পিনিং মিলস লিমিটেড ঋণ নিয়ে সাবসিডিয়ারি কোম্পানিতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। ১৭৭ কোটি ৩৩ লাখ টাকা ঋণ নিয়ে বিনিয়োগ করবে কোম্পানিটি। এর পাশাপাশি বিএসআরই নং-১/২০১৬ বাস্তবায়ন করবে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, পুনরায় স্ট্রাকচারিং সংস্কার, পুনর্গঠন, প্রতিস্থাপন, নতুন যন্ত্রপাতি ও উন্নত উৎপাদন সরঞ্জাম ইনস্টলেশন করবে মালেক স্পিনিং। আর এ লক্ষ্যে ৩২ কোটি ৭৫ লাখ টাকা বিনিয়োগ করবে কোম্পানিটি।
এদিকে সাবসিডিয়ারি কোম্পানি ছালেক টেক্সটাইল লিমিটেডের ফেব্রিক্স ইউনিটের সম্প্রসারণে ১৪৪ কোটি ৫৮ লাখ টাকা বিনিয়োগ করবে মালেক স্পিনিং। আর এসব টাকা ব্যাংক ও অন্যান্য উৎস থেকে ঋণ গ্রহণ করা হবে। তবে মালেক স্পিনিংয়ের নিজস্ব তহবিল থেকে কোন টাকা খরচ হবে না বলে জানানো হয়েছে।
–