dse-cseশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়ছে। তবে সুচক সহ সুচক বাড়ায় বিনিয়োগকারীদের মাঝে কিছুটা স্বস্তি বিরাজ করছে। দীর্ঘদিন পর বাজার স্থিতিশীলতার আভাসে বিনিয়োগকারীরা নতুন করে বাজারমুখী হওয়ার চিন্তা ভাবনা করছেন। তবে উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন সামান্য কিছুটা কমেছে।

এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৩ পয়েন্ট এবং  সিএসসিএক্স বেড়েছে ৬০ পয়েন্ট। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪২০ কোটি ৫৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৫০৩ কোটি ৮ লাখ টাকা। সুতরাং গত কার্যদিবসের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে ৮২ কোটি ৫৪ লাখ টাকা। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৯৭ কোটি ১৪ লাখ টাকা। গত বৃহস্পতিবারবার লেনদেন হয়েছিল ৪৭৮ কোটি ৭৭ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৮০ কোটি ৯৮ লাখ টাকা।

এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৪০ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৯ পয়েন্টে এবং ১৭ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৬৮২ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৬টির, কমেছে ১১৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫০টি কোম্পানির শেয়ার দর।

এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- মবিল যমুনা, বিএসআরএম লিমিটেড, ইউনাইটেড পাওয়ার, লিন্ডে বাংলাদেশ, ইসলামী ব্যাংক, বেক্স ফার্মা, লংকা বাংলা ফিন্যান্স, বিএসআরএম স্টিল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং ডোরিন পাওয়ার।

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৩ কোটি ৪০ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২৪ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ১ কোটি ৫৬ লাখ টাকার বেশি।

এদিন সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৬০ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ১১৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১০১ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৪৯ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৯ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে ৯৮৪ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৬৩ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩৭৭ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২২টির, কমেছে ৯০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩০টি কোম্পানির শেয়ার দর।

টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিএসআরএম লিমিটেড, ইসলামী ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, ইউনাইটেড এয়ার, মবিল যমুনা, লংকা বাংলা ফিন্যান্স, বিএসআরএম স্টিল, কেয়া কসমেটিকস, ডোরিন পাওয়ার এবং লাফার্জ সুরমা সিমেন্ট।