শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ডাচ্-বাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদ ৩০০ কোটি টাকা মূল্যের অ-রূপান্তরযোগ্য সাব-অর্ডিনেট বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে। সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় এ বন্ড অনুমোদন দেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এই বন্ডের মেয়াদ হবে ৭ বছর ও বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। ব্যাসেল-৩ অনুযায়ী মূলধন শর্ত (টায়ার-২) পূরণে এই বন্ড ইস্যু করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংক, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।