dse-cseশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এছাড়া এদিন ডিএসইতে লেনদেন বৃদ্ধি পেলেও সিএসইতে সামান্য কমেছে। এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪৮ পয়েন্ট এবং  সিএসসিএক্স বেড়েছে ৮৮ পয়েন্ট। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৫০৩ কোটি ৮ লাখ টাকা।

গত বুধবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৪২৬ কোটি ৫৪ লাখ টাকা। সুতরাং গত কার্যদিবসের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৭৬ কোটি ৫৪ লাখ টাকা। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৭৮ কোটি ৭৭ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৪০০ কোটি ৭৬ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৭৭ কোটি ৩৬ লাখ টাকা।

এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ দশমিক ৫৯ পয়েন্ট বেড়েছ দাঁড়িয়েছে ৪ হাজার ৩০৬ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৭ পয়েন্টে এবং ২৩ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৫ পয়েন্টে অবস্থান করছে।  ডিএসইতে লেনদেন হওয়া ৩১৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৬টির, কমেছে ১০৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৭টি কোম্পানির শেয়ার দর।

এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার, বিএসআরএম লিমিটেড, মবলি যমুনা, লিন্ডে বাংলাদেশ, বেক্স ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ,  স্কয়ার ফার্মা, ডোরিন ফার্মা, কেয়া কসমেটিকস এবং ইউনিক হোটেল। অন্যদিকে সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৪ কোটি ৯৬ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ২৫ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে  ৮২ লাখ টাকার বেশি।

এদিন সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৮৮ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৪২ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ২৪৮ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১৩ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ৯৭৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৭১ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩১৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২৪০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৭টির, কমেছে ৭৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৪টি কোম্পানির শেয়ার দর।

টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার, বিএসআরএম লিমিটেড, ইউনইটেড এয়ার, কেয়া কসমেটিকস, মবিল যমুনা, ডোরিন পাওয়অর, পাওয়ার গ্রিড, শাহজিবাজার পাওয়ার, বেক্সিমকো লিমিটেড এবং স্কয়ার ফার্মা।