শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের শেষ কাযৃদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে ইসলামী ব্যাংকের শেয়ারের। এদিন কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ১০ শতাংশ। বুধবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বৃহস্পতিবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির শেয়ারের এ দর বৃদ্ধি হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার ইসলামী ব্যাংকের শেয়ারের সমাপনী মূল্য ছিল ২৩ টাকা। বৃহস্পতিবার দিনশেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ২৫.৩ টাকায়। দিনের মধ্যে কোম্পানিটির শেয়ারের দরসীমা ছিল ২৩ টাকা থেকে ২৫.৩ টাকা।
দর বৃদ্ধির শীর্ষে থাকা অপর ইস্যুগুলোর মধ্যে ইউনাইটেড এয়ারের ৯.৬২ শতাংশ,শাহজিবাজার পাওয়ারের ৯.৩১ শতাংশ,বাংলাদেশ শিপিং করপোরেশনের ৮.৭৩ শতাংশ,কনফিডেন্স সিমেন্টের ৮.৫৭ শতাংশ,
ইস্টার্ন ক্যাবলসের ৭.৮৬ শতাংশ,ডরিন পাওয়ারের ৭.৭৯ শতাংশ,ইউনাইটেড পাওয়ারের ৭.৬৭ শতাংশ,হাক্কানী পাল্পের ৭.৫৮ শতাংশ,ইউনিক হোটেলের ৭.৫৩ শতাংশ দর বেড়েছে। দরবৃদ্ধির এ তালিকায়‘জেড’ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।