dse lago curentশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের শেষ কার্যদিবসে সুচকের কিছুটা উধ্র্বমুখী প্রবনতার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। বুধবারের তুলনায় বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৭ কোটি ৩৫ লাখ টাকা বা ১৯.৩০ শতাংশ লেনদেন বেড়েছে। আগেরদিনের ৪০০ কোটি ৭৭ লাখ টাকা থেকে বেড়ে বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৪৭৮ কোটি ১২ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৮.৬০ শতাংশ বেড়ে অবস্থান করছে ৪৩০৬.৮০ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৬টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ১৬৬টির, কমেছে ১০৩টির ও অপরিবর্তিত রয়েছে ৪৭টির দর।

ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের শেয়ার। এ কোম্পানির ৫০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা বিএসআরএম লিমিটেডের ৩১ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে এমজেএল বিডি। লেনদেনে এরপর রয়েছে— লিন্ডে বিডি, বেক্সিমকো ফার্মা, অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ, স্কয়ার ফার্মা, ডরিন পাওয়ার, কেয়া কসমেটিকস, ইউনিক হোটেল।

অপর শেয়ারবাজার সিএসইতে বৃহস্পতিবারের লেনদেনে সিএসসিএক্স মূল্যসূচক ৮৮.৩৫ পয়েন্ট বেড়ে ৮০৫৭.৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৪ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট। লেনদেন হওয়া ২৪০টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ৭৯টির ও অপরিবর্তিত রয়েছে ৩৪টি।