শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার গ্রুপের ২ কোম্পানি আর্থিক বছর পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। এগুলো হলো: ওষুধ ও রসায়ন খাতের স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং বস্ত্র খাতের স্কয়ার টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ফাইন্যান্স অ্যাক্ট, ২০১৫ অনুযায়ী ফাইন্যান্সিয়াল ইয়ারের সমাপ্ত সময় ৩০ জুন করবে কোম্পানিটি। বর্তমানে স্কয়ার ফার্মার ইয়ার এন্ডিং ৩১ মার্চ এবং স্কয়ার টেক্সটাইলের ইয়ার এন্ডিং ৩১ ডিসেম্বর।
ইয়ার এন্ডিং পরিবর্তনের কারণে স্কয়ার ফার্মা চলতি অর্থবছরে ১২ মাসের হিসাবের পরিবর্তে ১৫ মাসের হিসাব নিরীক্ষা করবে এবং স্কয়ার টেক্সটাইল ১২ মাসের পরিবর্তে ১৮ মাসের হিসাব নিরীক্ষা করবে।