dulamia cottonশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের দুলামিয়া কটন লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদ চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি থেকে মার্চ-২০১৬) অনিরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির লোকসান গত অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, উক্ত সময়ে কোম্পানিটির এ সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৯২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে (জানুয়ারি থেকে মার্চ-২০১৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছিল ৩৫ পয়সা। সুতরাং চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান বেড়েছে ৫৭ পয়সা।

এছাড়া চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-২০১৫ থেকে মার্চ-২০১৬) শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৫৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে (জুলাই-২০১৪ থেকে মার্চ-২০১৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছিল ২ টাকা ৩৬ পয়সা। সুতরাং চলতি অর্থবছরের প্রথম নয় মাসে শেয়ার প্রতি লোকসান বেড়েছে ২৩ পয়সা।

চলতি অর্থবছরের নয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি ঋণাত্মক সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৯ টাকা ৪০ পয়সা এবং গত ৩০ জুন পর্যন্ত ঋণাত্মক এনএভি ৩৬ টাকা ৫৭ পয়সায় দাঁড়িয়েছে। এছাড়া এ পর্যন্ত কোম্পানিটির পুঞ্জিভূত লোকসানের পরিমান দাঁড়িয়েছে ৩৭ কোটি ৩৪ লাখ ৪০ হাজার টাকা।