dse-cseশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সুচকের দরপতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এক বছর আগের অবস্থানে ফিরে গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক। সোমবার মূল্যসূচকের পতনের মাধ্যমে ডিএসইর মূল্যসূচক এখন এক বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে।

এ ছাড়া টানা সপ্তম দিনের মতো মূল্যসূচকের পতন হয়েছে। শেয়ারবাজারে আর্থিক প্রতিষ্ঠানের অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ে সময়সীমা বাড়ানো নিয়ে কোনো সিদ্ধান্ত না আসায় এই পতন হচ্ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

সোমবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্সের পতন হয়েছে ২৪.২৯ পয়েন্ট। লেনদেন শেষে ডিএসইএক্স গিয়ে দাঁড়িয়েছে ৪১৭১.৪১ পয়েন্টে। যা ২০১৫ সালের ১০ মের মধ্যে সর্বনিম্ন। আর টানা ৭ দিনের পতনে ডিএসই সূচক কমেছে ১৮৮.২২ পয়েন্ট।

ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬১ কোটি ১৮ লাখ টাকা। যা বৃহস্পতিবার হয়েছিল ৪৪২ কোটি ২৩ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩১৩টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ২০৯টির ও অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।

লেনদেনের শীর্ষে রয়েছে এমজেএল। এ কোম্পানির ১৭ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা লিন্ডে বাংলাদেশের ১৭ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৩ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ইসলামি ব্যাংক। লেনদেনে এরপর রয়েছে ব্র্যাক ব্যাংক, ডরিন পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, ইবনে সিনা, স্কয়ার ফার্মা, বিএসআরএম লিমিটেড, এসিআই।

অপর শেয়ারবাজার সিএসইতে সিএসসিএক্স সূচক ৫৫.২৫ পয়েন্ট কমে দিনশেষে ৭৭৯৪.৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৪ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট। লেনদেন হওয়া ২২২টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ১৪৬টির ও অপরিবর্তিত রয়েছে ১৮টির।