শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের খাতের প্রতিষ্ঠান ফার্স্ট ফাইন্যান্স প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ পয়সা । যা আগের বছরের একই সময়ে বেসিক ইপিএস ছিল ৬৬ পয়সা। এছাড়া আগের বছর একই সময় শেয়ার প্রতি সম্পদ মুল্য ছিল ১৩ টাকা ৫৪ পয়সা। কোম্পানিটি সমাপ্ত বছরে কোন ডিভিডেন্ড ঘোষনা করেনি।