শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের চলতি বছরের প্রথম নয় মাসের হিসাবনুযায়ী মুনাফা বেড়েছে। যদিও সদ্য শেষ হওয়া প্রান্তিকে অর্থাৎ (জানুয়ারি-মার্চ’১৬) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে। আজ কোম্পানিটির বোর্ড সভার তথ্য পর্যালোচনায় এ তথ্য জানা যায়।
প্রাপ্ত তথ্যানুযায়ী, জানুয়ারি-মার্চ’১৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ০.২৮ টাকা, যা আগের বছর একই সময় ছিল ০.৩৩ টাকা। এদিকে তৃতীয় প্রান্তিক শেষে (জুলাই’১৫-মার্চ’১৬) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ০.৯৯ টাকা, যা আগের বছর একই সময় ছিল ০.৮৪ টাকা।
এদিকে, ৩১ মার্চ ২০১৬ শেষে কোম্পানিটির নিট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ০.১১ টাকা। যা আগের বছর ছিল ০.২৭ টাকা। প্রতিবেদনের তথ্যানুযায়ী, তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ১৩.২৭ টাকা। যা ৩০ জুন ২০১৫-এ ছিল ১২.২৮ টাকা।