মিউচুয়াল ফান্ডের অর্থ পেতে নতুন নির্দেশনা
শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মিউচুয়াল ফান্ডের অবলুপ্তির পর ইউনিট মালিকরা যাতে সুবিধাজনক উপায়ে অর্থ ফেরত পেতে পারেন সেজন্য নতুন নির্দেশনা জারির সিদ্ধান্ত নিয়েছ। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেনের সভাপতিত্বে বুধবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত ৫৭০তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিনেস, ১৯৬৯ এর ২০(এ) ধারার ক্ষমতাবলে এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১ এর ৮১ বিধির আলোকে এ নির্দেশনা জারি করা হবে।
নির্দেশনার বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, মিউচুয়াল ফান্ডের মালিকদের অবসায়ন পরবর্তী বন্টনযোগ্য অর্থ, ট্রাস্টি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (ইএফটিএন) মাধ্যমে ফেরত দিবে। তবে মার্জিন শ্রেণিভূক্ত গ্রাহকদের (বিও হিসাবসমূহের) পাওনা অর্থ একত্রে তাদের সংশ্লিষ্ট ডিপোজিটরি পার্টিসিপেন্টকে (ডিপি) ইএফটিএনের মাধ্যমে দিতে হবে।
এরপর ডিপি ইউনিট মালিকদের তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের হিসাবে ৩ দিনের মধ্যে প্রদান করব। এক্ষেত্রে প্রত্যেক মার্জিন ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ডিপি অনুযায়ী মার্জিন গ্রাহকদের তালিকা ও বিবরণসহ নির্ধারিত সময়ের মধ্যে ফান্ডের ট্রাস্টিকে অবহিত করবে এবং অর্থ বিতরণের পর তাদের একটি প্রতিবেদন দুই কার্যদিবসের মধ্যে ট্রাস্টিকে হস্তান্তর করবে।
মিউচুয়াল ফান্ডের যেসব ইউনিট মালিককে ইএফটিএনের মাধ্যমে অর্থ দেওয়া সম্ভব না বা অন্য কোনো যৌক্তিক কারণ অর্থ দেওয়া সম্ভব না, সে ক্ষেত্রে ক্রসড্ চেক বা ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে সংশ্লিষ্ট ট্রাস্টি অর্থ ফেরত দিবে।