envoy texশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইল সদ্য সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে মুনাফা কমেছে। আজ কোম্পানিটির বোর্ড সভা শেষে প্রকাশিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় এ তথ্য পাওয়া যায়।

প্রাপ্ত তথ্যানুযায়ী, জানুয়ারি’১৬-মার্চ’১৬ দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ১৪ কোটি ২১ লাখ ১০ হাজার টাকা। যদিও আগের বছর একই সময় কোম্পানিটির কর পরিশোধের পর মুনাফা হয়েছিল ১৭ কোটি ৯১ লাখ ৬০ হাজার টাকা ও শেয়ারপ্রতি সমন্বীত মুনাফা হয়েছিল ১.১৮ টাকা।

এদিকে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক শেষে (অক্টোবর’১৫ থেকে মার্চ’১৬) কোম্পানিটির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ৩০ কোটি ৬২ লাখ ৭০ হাজার টাকা যা আগের বছর একই সময় ছিল ৩৫ কোটি ৩৭ লাখ ৩০ হাজার টাকা।

এসময় কোম্পানিটির (অক্টোবর’১৫ থেকে মার্চ’১৬) ২.০১ টাকা, শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৩৮.৪৪ টাকা (৩১ মার্চ ২০১৬) ও নিট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার হয়েছে ২.৩৫ টাকা।