badget lagoশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে স্বার্থে আসন্ন বাজেটকে (২০১৬-২০১৭) কেন্দ্র করে নয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত জাতীয় ঐক্য। বুধবার (২৭ এপ্রিল) সংগঠনটির পক্ষে এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) দেওয়া হয়েছে।

পুঁজিবাজারে তারল্য সংকট নিরসনে বাজেটে ২০ হাজার কোটি টাকা বিশেষ বরাদ্দ রাখা সংগঠনটির অন্যতম দাবি। এ ছাড়া অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে-আর্থিক প্রতিষ্ঠানগুলোর পুঁজিবাজারে অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের সময়সীমা ২০২০ সাল পর্যন্ত বর্ধিত করা,

সিডিবিএল চার্জ ১শত টাকায় নামিয়ে আনা, মার্চেন্ট ব্যাংকের নিজস্ব মূলধন বাড়ানোর জন্য বিএসইসিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা, আগামী এক বছর আইপিও অনুমোদন বন্ধ রাখা, রাইট শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে টাকা সংগ্রহ করা সাময়িকভাবে বন্ধ রাখা,

‘পুঁজি বিনিয়োগ নিরাপত্তা আইন’প্রণয়ন করা, পুঁজিবাজার বিষয়ক তথ্য ব্যাংক” গঠন করা ও প্লেসমেন্টের মাধ্যমে আটকে থাকা বিনিয়োগকারীদের হাজার হাজার কোটি টাকার বিষয়ে করণীয় পদক্ষেপ গ্রহণ করা।