শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সাফকো স্পিনিং লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৩ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫১ টাকা, শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৮.৪৯ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২.৬৫ টাকা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৪ জুন শনিবার সকাল সাড়ে ১১ টায় কোম্পানির কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ মে। উল্লেখ্য, ২০০০ সালে তালিকাভুক্ত হওয়া এ কোম্পানিটি গত সমাপ্ত অর্থবছরের ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিলো।