শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজার তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এবি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২ দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। আলোচিত বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪২ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত হিসাব বছরের এ জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আলোচিত বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪২ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩৯ টাকা ৩৬ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ১২ জুলাই। এর জন্য রেকর্ড ডেট নিধারণ করা হয়েছে।
২০১৪ সালেও ব্যাংকটি ১২.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল। ব্যাংক খাতের কোম্পানিটি ১৯৮৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।