টানা তৃতীয় দিনের মতো দরপতন অব্যাহত
শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে টানা তৃতীয় দিনের মতো দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর কমে যাওয়ায় সূচকের পতন হয়েছে। তবে সূচক কমলেও আর্থিক লেনদেনের পরিমাণ সামান্য বেড়েছে।
সোমবার দেশের প্রধান প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্সের পতন হয়েছে ১৬.৬২ পয়েন্ট। লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গিয়ে দাঁড়িয়েছে ৪৩২১.৬৩ পয়েন্টে। রবিবার ডিএসই সূচকের পতন হয়েছে ২.০৯ পয়েন্ট। আর টানা ৩ দিনের পতনে ডিএসই সূচক কমেছে ৩৮ পয়েন্ট।
সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৩১ কোটি ২৯ লাখ টাকা। রবিবার লেনদেন হয়েছিল ৩০৭ কোটি ৫১ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩১১টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১৮৪টির ও অপরিবর্তিত রয়েছে ৪৬টির দর।
লেনদেনের শীর্ষে রয়েছে মবিল যমুনা। এ কোম্পানির ১৯ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা যমুনা অয়েলের ১৮ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বিএসআরএম লিমিটেড। লেনদেনে এরপর রয়েছে— পাওয়ার গ্রিড, এসিআই, ডরিন পাওয়ার, মেঘনা পেট্রোলিয়াম, আমান ফিড, লংকাবাংলা ফাইন্যান্স, ইউনাইটেড পাওয়ার।
অপর শেয়ারবাজার সিএসইতে সিএসসিএক্স সূচক ২৫.৪৫ পয়েন্ট কমে দিনশেষে ৮০৭৭.২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এ বাজারে ১৯ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২২৯টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ১৩৯টির ও অপরিবর্তিত রয়েছে ২৮টির।