শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারের আর্থিক খাতের তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা ব্রাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (ডিবিএইচ) তৃতীয় প্রান্তিক (জুলাই’১৫-মার্চ’১৬) আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তৃতীয় প্রান্তিক কোম্পানিটির মুনাফা বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, তৃতীয় প্রান্তিকে ডিবিএইচের কর পরিশোধের পর মুনাফা হয়েছে ৬০ কোটি ৬৬ লাখ ৭৭ হাজার ৩০২ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৫২ কোটি ৫৮ লাখ ৫২ হাজার ১২৭ টাকা। এছাড়া শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.২৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৪.৫৩ টাকা।
উল্লেখ্য, চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি’১৬-মার্চ’১৬) কর পরিশোধের পর মুনাফা হয়েছে ৩১ কোটি ৮৬ লাখ ২৬ হাজার ৪৬০ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২৭ কোটি ৮৯ লাখ ৯৮ হাজার ৫৮২ টাকা। এছাড়া শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৭৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২.৪০ টাকা।