divedend lagoশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির বিকেলে পরিচালনা পর্ষদ সভায় ডিভিডেন্ডের ঘোষনা আসছে। ঘোষণা অনুযায়ী বিকেলে অনুষ্ঠিত হবে এসব প্রতিষ্ঠানের প্রান্তিক প্রতিবেদন ও সমাপ্ত অর্থবছরের বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা সংক্রান্ত সভা। এগুলো হলো:  শাহজালাল ইসলামী ব্যাংক, অগ্রণী ইন্স্যুরেন্স,ডেল্টা ব্র্যাক হাউজিং,সাবমেরিন ক্যাবলস এবং এসইএমএল লেকচার ইক্যুইটি মিউচুয়্যাল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শাহজালাল ইসলামী ব্যাংক: শাহজালাল ইসলামী ব্যাংকের বোর্ড সভা ২৪ এপ্রিল, রোববার বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

পাশাপাশি সভায় ৩১ মার্চ ২০১৬ পর্যন্ত (প্রথম প্রান্তিক) অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে বলে জানা গেছে। ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানিটি আগের বছর ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

অগ্রণী ইন্স্যুরেন্স: অগ্রণী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৪ এপ্রিল, রোববার বিকেল ৩ টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে। ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানিটি আগের বছর ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

এসইএমএল লেকচার ইক্যুইটি ফান্ড: এসইএমএল লেকচার ইক্যুইটি ফান্ডের ট্রাস্টি সভা আগামী ২৪ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ফান্ডের ৩১ মার্চ সমাপ্ত তৃতীয় প্রান্তিক অ-নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে বলে জানা গেছে।

ডেল্টা ব্র্যাক হাউজিং লিমিটেড: ডেল্টা ব্র্যাক হাউজিং লিমিটেডের বোর্ড সভা ২৪ এপ্রিল , রোববার বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ ২০১৬ পর্যন্ত (তৃতীয় প্রান্তিক) অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে বলে জানা গেছে।

সাবমেরিন ক্যাবলস: সাবমেরিন ক্যাবলসের বোর্ড সভা ২৪ এপ্রিল (রোববার) বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০১৬ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।