শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুষুঙ্গক খাতের কোম্পানি বীচ হ্যারির চেয়ারম্যান মো. শরিফুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় কোম্পানির চেয়ারম্যান ও তিন পরিচালকের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেছে বিএসইসি। পরিচালকদের মধ্যে ফাহমিদা ইসলাম, মো. মনিরুজ্জামান এবং সৈয়দ নূর আহমেদকে জরিমানা করা হয়েছে।