শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা্: আইডিএলসি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডের প্যানেল ব্রোকার হলো শেলটেক ব্রোকারের লিমিটেড। আজ মঙ্গলবার এ নিয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
আইডিএলসি ইনভেস্টমেন্টের প্যানেল ব্রোকার হলো শেলটেক এর ফলে এখন থেকে আইডিএলসি ইনভেস্টমেন্টের গ্রাহক ও অ্যাকাউন্ট হোল্ডাররা শেলটেক ব্রোকারেজের মাধ্যমে লেনদেন করতে পারবেন। শেলটেক ব্রোকারেজের পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মইন উদ্দিন। আর আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের পক্ষে ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান।
চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইডিএলসি ইনভেস্টমেন্টসের মার্জিন লোন অ্যান্ড অপারেশনের প্রধান এ এইচ এম নাজমুল হাসান, শেলটেক ব্রোকারেজের হেড অব ফিন্যান্স এস এম ফেরদাউস হোসাইন এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।