শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ ( ১৯ এপ্রিল) মঙ্গলবার অনুষ্ঠিত এ ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ব্যাংক সূত্রে জানা গেছে। ৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশের ঘোষণা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার। ব্যাংকের ডাইরেক্টরগণ ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান এতে উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংকের মুদারাবা পারপিচুয়াল বন্ডের জন্য ২০১৫ সালে মুনাফার হার ১০.৩৪% ঘোষণা করা হয়। ৮ বছর মেয়াদী মুদারাবা সঞ্চয়ী বন্ডের মুনাফা ৮.৩৪%-এর সাথে প্রস্তাবিত ডিভিডেন্ডের হারের ২ শতাংশ যোগ করে মুদারাবা পারপিচুয়াল বন্ডের বার্ষিক মুনাফা নির্ধারণ করা হয়।
ব্যাংকের বার্ষিক সাধারণ সভার দিন থেকে পরবর্তী ৩০ দিনের মধ্যে বন্ডের মুনাফা বণ্টন করা হবে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা(এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২ জুন। এর জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে আগামী ১১ মে।