শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত অর্থবছরের বিনিয়োগাকরীদের জন্য ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আজ, মঙ্গলবার, বিকেল ৩টায় অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে কোম্পানি সূত্রে জানা যায়।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১.৬৮ টাকা, শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ২০.৪৭ টাকা, শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) ১.৭২ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৭ জুন সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।