শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পাইওনিয়ার ইন্সুরেন্স সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষনা করছে। এর মধ্যে ১৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড।
৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরের জন্য এই ডিভিডেন্ড। সোমবার অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে কোম্পানির বিশ্বস্ত সুত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত বছর কোম্পানি লি. শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে। উল্লেখ্য ‘এ’ ক্যাটাগরির এ প্রতিষ্ঠানটি ২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।