শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড ২০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। রোববার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, চলমান ও ভবিষ্যতে মূলধণের প্রয়োজনে প্রাইভেট প্লেসমেন্টে নন-কনভার্টিবল আনসিকিউরেড সার্বিডিনেট বন্ড ইস্যু করবে কোম্পানিটি। আর বন্ডটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষ ইস্যু করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হবে।
উল্লেখ্য, ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৭১ কোটি ৭ লাখ ৯০ হাজার টাকা।