শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি হামিদ ফেব্রিকসের তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৭ পয়সা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। গত ১৩ এপ্রিল, বুধবার কোম্পানিটির ৩১ মার্চ ২০১৬ তারিখে তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়।
জানা গেছে, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭৭ পয়সা। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ টাকা ২৩ পয়সা। আলোচিত বছরে কোম্পানিটির করপরবর্তী মুনাফা হয়েছে ৭ কোটি টাকা। আগের বছর একই সময় কোম্পানিটি মুনাফা করেছিল ১০ কোটি টাকা।
আলোচিত বছরে কোম্পানিটির প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৭ টাকা ৭৬ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ৩৯ টাকা ৫৭ পয়সা। উল্লেখ, হামিদ ফেব্রিকস ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।