বিদেশী বিনিয়োগকারীরা ঝুঁকছেন বিএটিবিসি’র শেয়ার
শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভূক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের বহুজাতিক প্রতিষ্ঠান বৃটিশ আমেরিকান টোবাকো কোম্পানি বাংলাদেশ-এর শেয়ার কিনছে বিদেশী বিনিয়োগকারিরা। গত দুই বছরে কোম্পানিটির ১৩ দশমিক ৯৬ শতাংশ শেয়ার কিনেছে বিদেশী বিনিয়োগকারিরা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ ( ডিএসই)-এর ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্যে দেখা যায়, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির মোট ৬ কোটি শেয়ারের মধ্যে উদ্যেক্তা/পরিচালকদের কাছে ৭২ দশমিক ৫১ শতাংশ, সরকারের কাছে শূণ্য দশমিক ৬৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারিদের কাছে ১১ দশমিক ৪৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারিদের কাছে ১৪ দশমিক ৯৬ শতাংশ শেয়ার রয়েছে। বিদেশী বিনিয়োগকারিদের কাছে কোন শেয়ার নেই।
কিন্তু দুই বছরের মধ্যে ২০১৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির ১৩ দশমিক ৯৬ শতাংশ শেয়ার কিনেছে বিদেশী বিনিয়োগকারিরা। তবে এ দুই বছরের ব্যবধানে সাধারণ বিনিয়োগকারিরা তাদের হাতে থাকা অধিকাংশ শেয়ার বিক্রি করেছেন।
সাধারণ বিনিয়োগকারিদের হাতে এখন রয়েছে কোম্পানিটির মাত্র শূণ্য দশমিক ৭৯ শতাংশ শেয়ার। অবশ্য এ সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারিদের শেয়ারও কিছুটা কমেছে। বর্তমানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারিদের হাতে রয়েছে ১১ দশমিক ৭ শতাংশ শেয়ার।
১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানিটির অনুমোদিত ও পরিশোধিত মূলধন ৬০ কোটি টাকা। ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আজ মঙ্গলবার (১২ এপ্রিল) ঢাকার সোনারগাঁও হোটেলে বিএটিবিসি’র ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয় ।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান গোলাম মইনউদ্দিন। ২০১৫ সালের আর্থিক বিবরণী, পরিচালকবৃন্দের প্রতিবেদন এবং নিরীক্ষা প্রতিবেদন শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদন লাভ করেছে। এ ছাড়া ২০১৫ সালের জন্য শেয়ারপ্রতি ৫৫ টাকা নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।