শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: আমরা নেটওয়ার্ক লিমিটেডের রোড-শো আজ সন্ধ্যা ৭টায় রাজধানীর লেকসর হোটেলের ব্যানকুয়েট হলে এ শুরু হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্যে আগামীকাল ১২ এপ্রিল শুরু হচ্ছে এ রোড শো।
বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যেমে মূলধন উত্তোলনের প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে রোড-শো শুরু করবে তথ্য প্রযুক্তি খাতের এ কোম্পানিটি। আমরা নেটওয়ার্কের মূল কোম্পানি আমরা টেকনোলজি শেয়ারবাজারে তালিকাভুক্ত রয়েছে। কোম্পানিটির ইস্যু-ম্যানেজার হিসেবে কাজ করছে লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড। রেজিস্টার টু দ্য ইস্যু হিসেবে কাজ করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
রোড-শো তে যোগ্য বিনিয়োগকারী (ইলিজিবল ইনভেস্টর) হিসেবে মার্চেন্ট ব্যাংকার, পোর্টফোলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজার ও তাদের পরিচালিত মিউচ্যুয়াল ফান্ড, স্টক ডিলার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ও ফান্ডের ম্যানেজার, অনুমোদিত পেনশন ও প্রভিডেন্ট ফান্ড, ইতিমধ্যে বিনিয়োগ করা বৈদেশিক বিনিয়োগকারী এবং কমিশন অনুমোদিত বিনিয়োগকারীরা বুক বিল্ডিংয়ের জন্য আবেদন করতে পারবে।
উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২০১৫ সালের পাবলিক ইস্যু রুলসের অধীনে প্রিমিয়াম চাওয়া কোম্পানিগুলোকে বুক বিল্ডিং পদ্ধতিতে আবেদন করতে হবে। অবিহিত মূল্যে মূলধন উত্তোলন করতে চাইলে ফিক্সড প্রাইস মেথডে আবেদন করতে হবে।
এ বিষয় যোগাযোগ করা হলো কোম্পানির সেক্রেটারি মো. এনামুল হক শেয়ারবার্তা ২৪ ডটকমকে বলেন, আমরা নেটওয়ার্ক লিমিটেডের রোড-শো মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হবে। আইপিওর মাধ্যমে বাজার থেকে ৫৬ কোটি ২৫ লাখ টাকা সংগ্রহ করা হবে। উত্তোলিত টাকা দিয়ে ওয়াই-ফাই ডাটা সেন্টার ও হটস্পট সেটআপ করবে আমরা নেটওয়ার্ক।