latest news

Doreen power

শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভূক্তির বিদ্যুৎ ও জ্বালানী খাতের কোম্পানি ডোরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড শেয়ার বর্তমানে ডেঞ্জার জোনে রয়েছে। তবে এ কোম্পানির শেয়ারের উপর আস্থা রাখতে পারছেন না বিনিয়োগকারীরা। নতুন করে এ কোম্পানিতে বিনিয়োগ করবেন কি করবেন না তা নিয়ে দোলাচলে রয়েছেন।

তাছাড়া একদিন কার্যদিবস পরেই উল্টোরথে হাটতে শুরু করেছে ডোরিন পাওয়ার। একদিন না যেতেই প্রতিটি শেয়ারের দর কমেছে ২২ টাকার বেশি। এক দিনের ব্যবধানে অস্বাভাবিক এই দর পতনকে সন্দেহের চোখে দেখছেন সাধারণ বিনিয়োগকারী।

এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর ছিলো ১০ টাকা। এর সঙ্গে ১৯ টাকা প্রিমিয়াম। অথাৎ শেয়ারের ইস্যুমূল্য ছিলো ২৯ টাকা। লেনদেনের প্রথম দিনে দর চলে যায় ৯০ টাকায়। বিষয়টি অস্বাভাবিক জেনে প্রথম দিন থেকেই এ শেয়ার থেকে দূরে ছিলেন বিনিয়োগকারীরা।

শেয়ারটিতে চোখ ছিলো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের। একদিন পরেই এ শেয়ারের দর চলে আসে ৭৮ টাকায়। বাজার সংশ্লিষ্টদের মতে, শেয়ারটি এখনই অতিমূল্যায়িত।তাই বিনিয়োগকারীদের সর্তক থাকার বিকল্প নেই।