Pioneer Insurance Company Ltd.
শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্সের পর্ষদ সভা আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে । ওই দিন বিকেল ৪টা ১৫ মিনিটে এ সভা হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রে আরও জানা গেছে, বৈঠকে কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভায় আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা।
২০১৪ সালে এই কোম্পানি বিনিয়োগকারীদের ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস। ওই বছর কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ২ টাকা ২ পয়সা। কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন ১৯(১) অনুযায়ী সভাটি করবে।