shasha denim lagoশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিমস লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে ২১৮ দশমিক ৮৬ শতাংশ। আয়ের সঙ্গে বেড়েছে শেয়ার প্রতি সম্পদ মূল্যও (এনএভি)। কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।

পর্যালোচনায় দেখা গেছে,  আলোচিত হিসাব বছরে শাশা ডেনিমস লিমিটেড শেয়ার প্রতি আয় করেছে ৫ টাকা ০৭ পয়সা। আগের বছর একই সময়ে এর পরিমাণ ছিল ১ টাকা ৫৯ পয়সা। এ হিসাবে আলোচিত বছরে কোম্পানির আয় বেড়েছে ৩ টাকা ৪৮ পয়সা বা ২১৮ দশমিক ৮৬ শতাংশ।

এদিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য বেড়েছে। আলোচিত বছরে সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪২ টাকা ৩৫ পয়সা। আগের বছর একই সময়ে এর পরিমাণ ছিল ২৫ টাকা ২৮ পয়সা। এ হিসাবে কোম্পানিটির এনএভি বেড়েছে ১৭ টাকা ৭ পয়সা বা ৬৭ দশমিক ৫২ শতাংশ।