শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওয়াটা কেমিক্যালসের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। অনিবার্য কারণেই কোম্পানি পূর্ব নির্ধারিত তারিখে এজিএম না করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ওয়াটা কেমিক্যালসের এজিএম আগামী ১৬ এপ্রিলের পরিবর্তে ১৪মে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। ওইদিন ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশনে এজিএম হবে। ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটি ১৯৯২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।