bord mettingশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পিানীর বোর্ড সভা চলতি সপ্তাহে। চলতি সপ্তাহে কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষনা আসবে। কোম্পানীগুলো হলো- আর্থিক খাতের ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, সিমেন্ট খাতের হাইডেলবার্গ সিমেন্ট এবং ব্যাংক খাতের এক্সিম ব্যাংক এবং যমুনা ব্যাংক লিমিটেড, বীমা খাতে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ।

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স: আগামী ১০ এপ্রিল রোববার অনুষ্ঠিত হবে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের বোর্ড সভা। কোম্পানিটি ঢাকা স্টক একচেঞ্জ লিস্টিং রেগুলেশন ১৯ (১) অনুযায়ী এ বোর্ড সভাটি করবে বলে জানা গেছে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

হাইডেলবার্গ সিমেন্ট: আগামী ১৩ এপ্রিল বুধবার অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা। কোম্পানিটি ঢাকা স্টক একচেঞ্জ লিস্টিং রেগুলেশন ১৬ (১) অনুযায়ী এ বোর্ড সভাটি করবে বলে জানা গেছে। সভায় ৩১ মার্চ ২০১৬ সমাপ্ত অর্থবছরের (প্রথম প্রান্তিক) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এক্সিম ব্যাংক: আগামী ১০ এপ্রিল রোববার অনুষ্ঠিত হবে এক্সিম ব্যাংকের বোর্ড সভা। কোম্পানিটি ঢাকা স্টক একচেঞ্জ লিস্টিং রেগুলেশন ১৯ (১) অনুযায়ী এ বোর্ড সভাটি করবে বলে জানা গেছে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

যমুনা ব্যাংক: আগামী ১৩ এপ্রিল বুধবার অনুষ্ঠিত হবে যমুনা ব্যাংকের বোর্ড সভা। কোম্পানিটি ঢাকা স্টক একচেঞ্জ লিস্টিং রেগুলেশন ১৯ (১) অনুযায়ী এ বোর্ড সভাটি করবে বলে জানা গেছে।

এর আগে যমুনা ব্যাংকের বোর্ড সভা গত ৭ এপ্রিল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হওয়ার কখা ছিল। কিন্তু কোম্পানী অনিবার্যণ কারণবশত এ বোর্ড সভা স্থগিত করে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স: আগামী ১৩ এপ্রিল বুধবার অনুষ্ঠিত হবে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের বোর্ড সভা। কোম্পানিটি ঢাকা স্টক একচেঞ্জ লিস্টিং রেগুলেশন ১৯ (১) অনুযায়ী এ বোর্ড সভাটি করবে বলে জানা গেছে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।