ড্রাগন সোয়েটার টপটেন লুজারের নানা রহস্য
শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজারের শীর্ষে উঠে এসেছে ড্রাগন সোয়েটার লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির দর কমেছে ১৩ দশমিক ৬১ শতাংশ। তবে শেয়ারের লেনদেন কমার পেছনে রয়েছে নানা কারন।
গত সপ্তাহে কোম্পানি ডিভিডেন্ড সঙক্রান্ত ঘোষনা আসার কথা থাকলেও ডিভিডেন্ড সংক্রান্ত কোন ঘোষনা না আসায় ড্রাগন সোয়েটার লিমিটেডের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমে গেছে। এ কারনে টপটেন লুজারের শীর্ষে রয়েছে বলে বাজার বিশ্লেষকরা মনে করেন।
ডিএসইর তথ্য অনুযায়ী, আলোচিত সপ্তাহে কোম্পানিটি প্রতিদিন ৬ কোটি ৩৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ কোটি ৭৯ লাখ টাকার ।
দ্বিতীয় স্থানে থাকা মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড ১৩ দশমিক ৫৬ শতাংশ দর কমেছে। এই কোম্পানিটি গড়ে প্রতিদিন ৬৩ লাখ ৫৬ হাজার ৬০০ টাকার শেয়ার লেনদেন করেছে। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ১৭ লাখ ৮৩ হাজার টাকা।
লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্যাংক এশিয়া লিমিটেড। এই কোম্পানিটির শেয়ার দর কমেছে ১১ দশমিক ২৪ শতাংশ। এই কোম্পানিটি গড়ে প্রতিদিন ২৪ লাখ ৮৯ হাজার ৮০০ টাকার শেয়ার লেনদেন করেছে।
আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ২৪ লাখ ৪৯ হাজার টাকা। লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আরামিট, ফনিক্স ফাইন্যান্স, জাহিন স্পিনিং, পূবালী ব্যাংক, কেডিএস অ্যাক্সেসরিজ ও তাল্লু স্পিনিং লিমিটেড।