ডিভিডেন্ডের প্রভাবে গেইনারে ইবনে সিনা
শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা লিমিটেড ডিভিডেন্ডের প্রভাবে সপ্তাহজুড়ে গেইনারের শীর্ষে ছিল। এ কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের একটু আগ্রহ বেশি ছিল। তাছাড়া পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ ডিভিডেন্ড (লভ্যাংশ)ঘোষণা করেছে। এর মধ্যে ২৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড রয়েছে।
জানা গেছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের আথিক প্রতিবেদক পযালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করে। সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৯৩ পয়সা, শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৭ টাকা ১০ পয়সা।
সদ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ফের টপটেন গেইনারের তালিকার শীর্ষে অবস্থান করছে ইবনে সিনা লিমিটেড। আলোচিত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ১৭ দশমিক ৭৪ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, ইবনে সিনার গড়ে প্রতিদিন লেনদেন হয়েছে ১৩ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার ৮০০ টাকার শেয়ার। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৬৮ কোটি ৪৩ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ১৫ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৭৩ লাখ ৮ হাজার ৪০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৩ কোটি ৬৫ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। এই কোম্পানির শেয়ার দর ১৪ দশমিক ১০ শতাংশ বেড়েছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৪ কোটি ৪৭ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ২২ কোটি ৩৮ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া গেইনারে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল হাউজিংয়ে ১৩ দশমিক ৫৮ শতাংশ, জিএসপি ফাইন্যান্সে ১৩ দশমিক ৩৩ শতাংশ, ইসলামী ব্যাংকে ১০ দশমিক ৮৭ শতাংশ, তিতাস গ্যাসে ১০ দশমিক ২৭ শতাংশ, বারাকা পাওয়ারে ১০ দশমিক ১৭ শতাংশ, ট্রাস্ট ব্যাংকে ৯ দশমিক ৮৮ শতাংশ ও আমরা টেকনোলজিতে ৯ দশমিক ৩৩ শতাংশ দর বেড়েছে।