সপ্তাহজুড়ে ৯ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজরে সপ্তাহজুড়ে ৯ কোম্পানি ডিভিডেন্ড ঘোষনা করেছে। বিনিয়োগকারীদের জন্য ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের ডিভিডেন্ড ঘোষণা করেছে।
কোম্পানিগুলো হলো: জিএসপি ফাইন্যান্স, মার্কেন্টাইল ব্যাংক, রুপালী ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ব্যাংক, ইবনে সিনা, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, নর্দার্ণ জেনারেল ইন্স্যুরেন্স এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জিএসপি ফাইন্যান্স: জিএসপি ফাইন্যান্স লিমিটেড সাড়ে ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১.৮০ টাকা, শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৬.৪৯ টাকা, শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) ৫.৪৯ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৫ মে সকাল ১১টায় ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ২৬ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।
মার্কেন্টাইল ব্যাংক: মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১.৯০ টাকা, শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ২১.০৬ টাকা, শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) ১০.৩৭ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১২ মে সকাল ১১টায় ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ২৬ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।
রূপালী ইন্স্যুরেন্স: রূপালী ইন্স্যুরেন্স লিমিটেড ১০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১.৯২ টাকা, শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ২৩.০১ টাকা, শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) ২.০২ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৬ মে সকাল সাড়ে ১১টায় ইমপেরিয়াল কনভেনশন সেন্টার, মালিবাগে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ২৬ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।
নিটল ইন্স্যুরেন্স: নিটল ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ২.৬৩ টাকা, শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ২৩.৯৮ টাকা, শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) ১.৬৪ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৫ জুন সকাল ১১ টায় ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ২৫ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।
ইস্টার্ন ব্যাংক: ইস্টার্ন ব্যাংক লিমিটেড ২০ শতাংশ ক্যাশ এবং ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩.৭৩ টাকা, শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ৩৩.৮৮ টাকা, শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) ১৫.৩৯ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৯মে সকাল সাড়ে ১০ টায় ইউনিক ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ২৫ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।
ইবনে সিনা: ইবনে সিনা ফার্মাসিউটিকেল লিমিটেড ২৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট ৩৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৭.৯৩ টাকা, শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ৩৭.১০ টাকা, শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) ৯.৬০ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৪ জুন সকাল সাড়ে ৯টায় ইমানিউয়ের্স কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ২৮ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।
সেন্ট্রাল ইন্স্যুরেন্স: সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেড ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১.৫৪ টাকা, শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ২২.১০ টাকা, শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) ১.১৮ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২ জুন সকাল ১১ টায় এর স্থান পরবর্তিতে জানানো হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ২৬ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।
নর্দার্ণ জেনারেল ইন্স্যুরেন্স: নর্দার্ণ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১.৮৫ টাকা, শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ২০.৬৭ টাকা, শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) ১.১০ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২ জুন সকাল ১০ টায় আইডিবি ভবন,ঢাকায় অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ২৪ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।
প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স: প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) সলো ০.৭৮ টাকা ও কনসলিডেটেড ০.৫৪ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) সলো ১২.৬৮ টাকা ও কনসলিডেটেড ১২.১৩ টাকা।
শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) সলো ৭.৭৬ (নেগেটিভ) টাকা ও কনসলিডেটেড ১০.৫৩ (মাইনাস) টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৯ মে সকাল ১১ টায় স্পেকট্রা কনভেনশন সেন্টার, ঢাকায় অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ২৪ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।