শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানী ফিনিক্স ইন্স্যুরেন্স লিমিটেড বিনিয়োগকারীদের ট্যাক্স আইডিন্টিফিকেশন নম্বর (টিআইএন) চেয়েছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ফিনিক্সইন্স্যুরেন্স রেকর্ড ডেটের আগে বিনিয়োগকারীদের ১২ ডিজিটের টিআইএন নম্বর হালনাগাদ করতে অনুরোধ করেছে। এ সময় কোনো বিনিয়োগকারী টিআইএন হালনাগাদ করতে ব্যর্থ হলে লভ্যাংশের ওপর ১৫ শতাংশ কর দিতে হবে। আর টিআইএন থাকলে লভ্যাংশের ওপর ১০ শতাংশ কর কাটা হবে।
উল্লেখ্য,৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরে ১৮.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএসপি ফাইন্যান্স। সমাপ্ত অর্থবছরে ফিনিক্স ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৪৮ টাকা, শেয়ার প্রতি কার্যকরী সম্পদ মূল্য (এনওসিএফপিএস) হয়েছে ৩.৩৭ টাকা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩১.২৭ টাকা।