শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি গ্রীণ ডেল্টাইন্স্যুরেন্স লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ঘাষিত ডিভিডেন্ড বিতরন শুরু করেছে ।
আজ (৭ এপ্রিল) বৃহস্পতিবারথেকে ডিভিডেন্ড ওয়ারেন্ট বিতরন শুরু করেছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, কোম্পানিটির সাধারণ বিনিয়োগকারীরা ৭ এপ্রিলথেকে ১১ এপ্রিলপর্যন্ত তাদের ক্যাশ ডিভিডেন্ড ওয়ারেন্ট সংগ্রহ করতে পারবেন।
এর জন্য রাজধানীর মহাখালীতেঅবস্থিত ৫১-৫২ গ্রীণ ডেল্টা এইমস টাওয়ার(৬ষ্ঠ তলা) যোগাযোগের জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরে জন্য গ্রীণ ডেল্টাইন্স্যুরেন্স ২৫শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে।