নতুন প্ল্যান্ট উৎপাদন শুরু হলে কোম্পানির আয় বাড়বে
শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: ঢাকা নর্দার্ন পাওয়ার জেনারেশন লিমিটেড ও ঢাকা সাউদার্ন পাওয়ার জেনারেশন লিমিটেড নামের প্ল্যান্ট দুটির প্রত্যেকের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫৫ মেগাওয়াট। শিগগিরই উৎপাদনে যাচ্ছে ডোরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেডের নতুন দুই ইউনিট।
আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডে কোম্পানির লেনদেন শুরুর আগে এ তথ্য জানিয়েছেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তাহজীব আলম সিদ্দিকী।
তিনি বলেন, দেশে বিদ্যুৎ খাতের অনেক সম্ভাবনা রয়েছে। আমরা এই সম্ভবনা কাজে লাগাতে চাই। আগামী দুই মাসের মধ্যে আমাদের নতুন দুইটি প্ল্যান্ট উৎপাদন শুরু হবে। তখন কোম্পানির শেয়ার প্রতি আয় বেড়ে যাবে। আমরা আশা করছি, আগামী ৬ মাসের মধ্যে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারব।
তাহজীব আলম সিদ্দিকী বলেন, আমরা পুঁজিবাজারে এসেছি যাতে কোম্পানি বড় হতে পারে। এখানে আমাদের কোনো স্বার্থসিদ্ধির ইচ্ছা নেই। আমরা নিজেদের কে সংযত রাখতে চাই। আমরা মনে করি সততাই আমাদের শক্তি; এটা পুঁজিবাজারে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।
তিনি বলেন, আমাদের টিমের সবাই তরুণ। এদের নিয়ে পেশাদারিত্ব ও সততার মাঝে এগিয়ে যেতে চাই। পুঁজিবাজার নিয়ে একটা নেতিবাচক মনোভাব রয়েছে উল্লেখ করে তাহজীব আলম বলেন, ভালো কোম্পানি বাজারে আসলে এই মনোভাব কেটে যাবে।
চুক্তি সই অনুষ্ঠানে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা, প্রধান অর্থ কর্মকর্তা আব্দুল মতিন পাটোয়ারি, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সিইও নাসরিন সুলতানা, স্যাটকমের চেয়ারম্যান ওয়ালিউল্লাহ, ডিএসইর শফিকুল ইসলাম ভূইয়া, রুমানা ফেরদৌস মৌসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।