শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত হিসাব পর্যালোচনা করা হবে। ওই বৈঠক থেকে আলোচিত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
সম্প্রতি তালিকাভুক্ত এ কোম্পানিটির এটিই প্রথম লভ্যাংশ ঘোষণা। গত বছর প্রথম তিন প্রান্তিকে ড্রাগন সোয়েটারের ইপিএস ছিল ১ টাকা ৩৪ পয়সা। অ্যানুয়ালাইজড করা হলে দাঁড়ায় ১ টাকা ৭৮ পয়সা। তবে প্রকৃত ইপিএস এর থেকে কম-বেশি হতে পারে।