শেয়ারবার্তা্ ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আরএন স্পিনিং মিলস লিমিটেডের রাইট ইস্যু সংক্রান্ত মামলার রায়ের আপিলের শুনানি আবারও পেছানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আজ (৩ এপ্রিল) রোববার কোম্পানিটির মামলার শুনানী হওয়ার কথা ছিল। কিন্তুবিএসইসির আবেদনের প্রেক্ষিতে চেম্বার জজ আরএন স্পিনিংয়ের মামলার শুনানি স্থগিত করেছে। তবেযে কোনো দিন এ মামলাটির শুনানী হতে পারে বলে জানা গেছে।
এর আগে রাইট শেয়ার নিয়ে জালিয়াতি করার অভিযোগে ২০১২ সালের ১৯ সেপ্টেম্বর আরএন স্পিনিংয়ের উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রি, হস্তান্তর, বন্ধক ও উপহার দেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
এ নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে রিট আবেদন করে কোম্পানির পরিচালকরা। মামলার রায় কোম্পানির পক্ষে এলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর বিরুদ্ধে আপিল করে। উল্লেখ্য, মামলার কারণে ২০১১ সালের পর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়নি। আলোচিত বছরগুলোর জন্য কোনো ডিভিডেন্ডঘোষণাও করতে পারেনি কোম্পানিটি।