শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভূক্ত ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) পরিচালিত ৩ মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ২৯ মার্চ ২০১৬ তারিখের হিসাব অনুযায়ী আইসিবি মিউচ্যুয়াল ফান্ড খাতের ১০ টাকা ফেস ভ্যালুর বিপরীতে এসব ফান্ডের এনএভি প্রকাশ করা হয়েছে।
সূত্র মতে, ষষ্ঠ আইসিবির ইউনিট প্রতি নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) ক্রয়মূল্য অনুসারে ২৯.৭৮ টাকা এবং বাজারমূল্য অনুসারে ৪৬.২৭ টাকা, সপ্তমটির এনএভি ক্রয়মূল্য অনুসারে ৪৯.৩২ আর বাজার মূল্য অনুসারে ৮৯.৬৮ টাকা এবং অষ্টম আইসিবির এনএভি ক্রয়মূল্য অনুসারে ৩৮.২৭ টাকা আর বাজারমূল্য অনুসারে ৫৪.৪৬ টাকা হয়েছে।