premier leasing lagoশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজরে তালিকাভূক্ত আর্থিক খাতের কোম্পানি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত বছরের বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার ৩১ মার্চ অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরে প্রিমিয়াম লিজিংয়ের শেয়ার প্রতি আয় (ইপিএস) ০.৭৮ টাকা, শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ১২.৬৮ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) ৭.৭৬ (নেগেটিভ) টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ মে সকাল ১১ টায় স্পেকট্রা কনভেনশন সেন্টার, ঢাকায় অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ২৪ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, ২০১১ সালে কোম্পানিটি সর্বশেষ ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল। এরপর আর টানা তিন বছর বিনিয়োগকারীদের জন্য কোন ডিভিডেন্ড দেয়নি কোম্পানিটি।