শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ট্রাষ্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
এর মধ্য ৭ শতাংশ নগদ আর ৮ শতাংশ স্টক। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। বুধবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.২৯ টাকা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১ টাকা। কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে আগামী ১৯মে ২০১৬ ইংরেজী।এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ এপ্রিল ২০১৬ ইংরেজী।
উল্লেখ্য ২০০৭ সালে ব্যাংকটি পুজিবাজারে তালিকাভুক্ত হয়। বিগত ২০১৪ সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটি বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ও ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ দিয়েছিলো।