শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে আগামীকাল ২৪ মার্চ বৃহস্পতিবার। রেকর্ড ডেটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই ব্যাংকটির লেনদেন বন্ধ থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র জানায়, গতকাল ২২ মার্চ এই ব্যাংকের শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে শুরু হয়। সম্পন্ন হবে আজ ২৩ মার্চ।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরে সাউথইস্ট ব্যাংক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৫ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৯ টাকা ৬৭ পয়সা। এই কোম্পানিটি ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।