শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনের সময় শেষ হওয়া কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের লটারির আইপিও লটারির ফল প্রকাশ করা হয়েছে। আজ রোববার বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ ড্র শুরু হয়। লটারির ড্র অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান আবুল বাসেত মজুমদার।
ড্র অনুষ্ঠানে আরও উপস্থিত রয়েছেন বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির ভাইস চেয়ারম্যান মোাস্তফা কামাল, পরিচালক তায়েফ বিন ইউসুফ এবং কোম্পানির ভারপ্রাপ্ত সিইও মো.ওমর ফারুক।
এছাড়াও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসইর) পক্ষে শাহাদাত হোসেন, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসইর) পক্ষে মুমিনুল, সিডিবিএলের পক্ষে আলমাস আরেফিন উপস্থিত ছিলেন। ইস্যু ম্যানেজার হিসেবে রয়েছে প্রাইম ফিন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। ইস্যু ম্যানেজারের প্রতিনিধি হিসেবে রয়েছেন কোম্পানিটির এমডি ও সিইও মোশারফ হোসেন।