শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডাদের জন্য ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষনা করছে। এর মধ্যে ১০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড। আজ বোর্ডসভায় (১৯ মার্চ) দুপুর দেড় টায় এ সিদ্ধান্ত হয়। কোম্পানি সুত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে আরও জানা গেছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১.৫৫ টাকা। শেয়ার প্রতি সম্পদ মুল্য এনএভি ১৬.৩৫ টাকা শেয়ার প্রতি নগদ কার্যকরী প্রবাহের পরিমান ১.৬৫ টাকা।
উল্লেখ্য, ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত হিসাব বছরে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ১ টাকা ৪১ পয়সা। কোম্পানিটি ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।