শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকোর গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্ক ভূটানের রাজমাতা শেরিং পেম ওয়াং চুক পরিদর্শন করেছেন। গত বৃহস্পতিবার গাজীপুর জেলার কাশিমপুরের সারাবোতে অবস্থিত বেক্সিমকোর পার্কটি পরিদর্শন করেন। এসময় বেক্সিমকো গ্রুপের পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ নাভেদ হুসেন রাজমাতাকে পার্কে স্বাগত জানান। ভূটানের রাজমাতার সাথে তার অন্যান্য সফর সঙ্গীরা উপস্থিত ছিলেন।
ইয়েলোর প্রদর্শনী কেন্দ্রে ভূটানের রাজমাতা শেরিং পেম ওয়াংচুক বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে রাজমাতা ডিজাইন স্টুডিও, উভেন ফেব্রিক্স, ইয়ার্ন ম্যানুফেকচারিং, ডিজিটাল প্রিন্টিং, গার্মেন্টস, ওয়াশিং প্ল্যান্ট, শাইনপুকুর সিরামিকস কারখানা এবং ইয়োলোর প্রদর্শনী কেন্দ্র ঘুরে দেখেন।
সৈয়দ নাভেদ হুসেন বেক্সিমকোর নানা সাফল্য ও বিশ্ববাজারে কোম্পানির অবস্থান তার কাছে তুলে ধরেন। একই সঙ্গে সকল ইউনিট ঘুরে দেখান তিনি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনিট ঘুরে ভূটানের রাজমাতা সন্তুষ্টি প্রকাশ করেন। বিশেষ করে ইয়োলোর পণ্যে ও ডিজাইন এবং মান তাঁকে মুগ্ধ করেছে।