শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) শেয়ার প্রতি আয় (ইপিএস) ও শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দুটোই বেড়েছে। তবে একই রয়েছে লভ্যাংশের পরিমাণ।
সমাপ্ত বছরে ব্যাংকটির ইপিএস বড়েছে ১৮ দশমিক ৫৯ শতাংশ ও এনএভি বেড়েছে ৯ দশমিক ১০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গত ১৫ মার্চ কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য জানা যায়।
জানা গেছে, গত ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এছাড়া শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৩ টাকা ৭০ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৪ টাকা ১৮ পয়সা।
২০১৪ সালেও ব্যাংকটি ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। এছাড়া ইপিএস দিয়েছিল ৩ টাকা ১২ পয়সা এবং এনএভি ছিল ২২ টাকা। উল্লেখ, এই ব্যাংক ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।